বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নারীদের অধিকার বিষয়ে নারী সিএসও এবং স্থানীয় পরিষেবা প্রদানকারীদের মধ্যে সংযোগ স্থাপনে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার যশোর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নারী ও পুরম্নষের দড়্গতা উন্নয়নের লক্ষ্যে উলাশী সৃজনী সংঘ যশোরের বাস্তবায়নে নারীর ক্ষমতায়ন (উই) প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উলাশী সৃজনী সংঘ যশোরের নির্বাহী পরিচালক খন্দকার আজিজুল হক মনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী। অতিথি ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা রণজিত কুমার দাশ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নির্মল কুমার হাজরা ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রিপন কুমার দাস।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক হাবিবুর রহমান মিলন, এনজিও সমন্বয়কারী শাহজাহান নান্নু, নারী উদ্যোক্তা মুসলিমা খাতুন, কৃষি উদ্যোক্তা বিকাশ মন্ডল, প্রাণিসম্পদ বিভাগের মাঠকর্মী হাফিজুর রহমান প্রমুখ।
কর্মশালায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন উই প্রকল্পের রিজিওনাল কোঅর্ডিনেটর কৃষিবিদ হারম্নন অর রশিদ।
ইউরোপিয়ান ইউনিয়ন ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ’র অর্থায়নে উলাসী সৃজনী সংঘ, বিকাশ বাংলাদেশ ও ট্রেডক্রাফট্ এক্সচেঞ্জ উই প্রকল্প বাস্তবায়ন করছে।