বাংলার ভোর প্রতিবেদক
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্টিত হয়েছে। সোমবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) যশোর জেলা শাখার আহবানে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবি করেন।
বক্তারা বলেন, বিগত সরকারের শাসননামলে নার্সিং শিক্ষা, সার্ভিস ও প্রশাসনের বৈষম্য, অবমুল্যায়ন, অব্যবস্থাপনা ও নৈরাজ্য দূর করার দাবিতে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন এর পক্ষ থেকে অন্তবর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। দীর্ঘ ৭ মাস পার হলেও তাদের নায্য দাবির বিষয়টি সরকার বিবেচনা করছে না। অথচ এই কোর্স করার জন্য অন্য পাবলিক বা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীর মত উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে পড়াশুনা করতে হয়। পরে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ৪ বছর মেয়াদী ব্যাচেলর অব সায়েন্স ইন নার্সিং বিএসসি ইন নার্সিং করতে হয়। জাতীয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের অধীনে ৩ ও বছর ৪ বছর মেয়াদী কোর্সকে ডিগ্রি ও স্নাতক সম্মান মূল্যায়ন করা হলেও নার্সিং সেক্টরে তাদের সেই মূল্যায়ন করা হয় না। তাদের নায্য দাবি মেনে না নিয়ে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক কঠোর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের শিক্ষার্থী আনিছুর রহমান সজন, দীপ্র জিৎ, রমজান আলী, শান্তা রহমান, সাকিব হাসান, বিপ্লব আলী প্রমুখ।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আগে আন্দোলনরত শিক্ষার্থীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়কের কাছে স্মারকলিপি দিয়েছে।