বাংলার ভোর প্রতিবেদক
আজ (বৃহস্পতিবার) বিকেলে তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি শাহাজান কবিরকে হত্যার উদ্দ্যেশে ভাড়াটিয়া সন্ত্রাসীরা গুরুতর জখম করেছে। ভিকটিম বহনকারী মোটরসাইকেলের চালক আশারেফ জানান ব্যবসায়িক কাজে যশোর থেকে মোটরসাইকেলযোগে রওনা দিয়ে গলদা তেঁতুলতলা নামক স্থানে পৌঁছালে ৫/৭ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেলের গতিরোধ করে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যার চেষ্টা চারিয়ে দ্রুত ঘটনাস্থাল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
ভিকটিমের মোটরসাইকেল চালক আশারেফ আলী বলেন, গতকাল বিকেলে যশোর থেকে বাড়ি ফেরার পথে গলদাহ বাজারের অদূরে আসা মাত্রই চারজন সন্ত্রাসী গতিরোধ করে। এ সময় আমি মোটরসাইকেল দ্রুতবেগে চালিয়ে বের হতে গেলে পিছন থেকে মাথায় জোরালো আঘাত করে দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
উল্লেখ্য, তাজপুর মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী ইউনুছ আলী জানান ২৫ জানুয়ারিতে স্কুলের নিয়োগকে কেন্দ্র করে তিন দিন আগে ভিকটিমের ছেলে সোহানসহ একই গ্রামের সন্ত্রাসী আহমদ ও সম্রাট হবিবর হাসানসহ ১০/১২ জন পরিকল্পিতভাবে গ্রাম প্রতিবেশীর উপর হামলা চালায় হামলা চালায়। তার জের ধরেই গতকাল এ হামলার ঘটনা ঘটেছে।