বাংলার ভোর প্রতিবেদক
পিস এমবাসেডর নেটওয়ার্ক (প্যান’র) আয়োজনে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টা থেকে যশোরের আর আর এফ ট্রেনিং সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন প্যান যশোরের সমন্বয়কারী অধ্যক্ষ আব্দুল লতিফ। দি হাঙ্গার প্রজেক্টের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলম, এমআইপিএস প্রকল্পের খুলনা ক্লাস্টার’র এরিয়া সমন্বয়কারী রাজু জাবেদ, এমআই পিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর গিয়াস উদ্দিন ও মো. আশরাফুজ্জামান।
কর্মশালায় স্বাগত বক্তব্যে প্যান’র সমন্বয়কারী অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, ২০২৩ সালের আগস্ট মাসে প্যান গঠনের পর থেকে আজ পর্যন্ত চারটি পিএফজি এরিয়ায় বিভিন্ন ধরনের রাজনৈতিক, নির্বাচনী, ধর্মীয় ও জাতিগত দ্বন্দ্ব ও সহিংসতা নিরশনে প্যান কাজ করে যাচ্ছে। বিগত দিনগুলোতে প্যান প্রায় ৫২ টি বিভিন্ন ধরনের বিরোধ মীমাংসা করেছে এবং প্রায় ১০৫টি বিভিন্ন ধরনের দ্বন্দ্ব ও বিরোধ চিহ্নিত করেছে।
কর্মশালায় প্যানকে শক্তি শালী করতে গ্রুপভিত্তিক পরিকল্পনা উপস্থাপন করা হয়।