বাংলার খেলা প্রতিবেদক
যশোরে তারুণ্যের উৎসবের অংশ হিসেবে সাঁতার, ট্রায়াথলন ও মিনি প্যান্টাথলন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে ডলফিন সুইমিং ক্লাব, উইনার্স ফোরাম ও যশোর ট্রায়াথলন ক্লাবের আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব খালিদ জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন এডহক কমিটির সদস্য এ জেড এম সালেক, শ্রীনিবাস হালদার, মাসুদ রানা বাবু।
অনুষ্ঠানে প্যান্টাথলন প্রতিযোগিতায় বালক বিভাগের দুই মিনিট ২৫ সেকেণ্ড সময় নিয়ে প্রথম হওয়া কুষ্টিয়া মিরপুরের রমজান আহমেদ, ২ মিনিট ৩৮ সেকেণ্ড সময় নিয়ে দ্বিতীয় হওয়া সেতারা মেমোরিয়াল সুইমিং ক্লাবের সাবিত হোসেন ও দুই মিনিট ৪০ সেকেণ্ড সময় নিয়ে তৃতীয় হওয়া সৃষ্টি সুইমিং ক্লাবের আবির হোসেন নুরে হাতে পুরস্কার তুলে দেন।
বালিকা বিভাগে ৩ মিনিট ২৫ সেকেণ্ড সময় নিয়ে প্রথম হওয়া এমএসটিপি স্কুল অ্যাণ্ড কলেজের সুরাইয়া শিকদার ইসা, ৩ মিনিট ২৫ সেকেণ্ড সময় নিয়ে দ্বিতীয় হওয়া সৃষ্টি সুইমিং ক্লাবের ফারজানা রুমি ও ৩ মিনিট ২৬ সেকেণ্ড সময় নিয়ে তৃতীয় হওয়া জাগরণী চক্র ফাউণ্ডেশনের শাম্মী আক্তারের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া প্রতিযোগিতায় অংশ নেয়া আরও খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।