বাংলার ভোর প্রতিবেদক
ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যাণ্ড কলেজ যশোর শাখার আয়োজনে প্যারেন্টিং কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের ষষ্ঠতলা পাড়ায় পিটিআই স্কুল অডিটোরিয়ামে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যাণ্ড কলেজ যশোরের চেয়ারম্যান আবু ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চিফ মেডিকেল অফিসার ও ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশন এর প্যারেন্টিং অ্যাফেয়ার্স চেয়ারম্যান ড. আবু হেনা আবিদ জাফর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল পিস ফাউণ্ডেশনের ভাইস চেয়ারম্যান ও পিটিআইয়ের অবসরপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট এসএম মফিজুর রহমান ও ইন্টারন্যাশনাল পিস ফাউণ্ডেশনের মেম্বার সেক্রেটারি আলমগীর মোহাম্মদ ইউসুফ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, শুধুমাত্র লেখাপড়া শেখানো নয়, আমাদেরকে ভালো মানুষ তৈরি করতে হবে। আর ভালো বাংলাদেশ তৈরি করতে হলে ভালো মানুষের প্রয়োজন আছে। এজন্য শিশুদের এমনভাবে গড়ে তুলতে হবে বড় হয়ে তারা যেন দেশের কথা বলে, সমাজের কথা বলে। এজন্য সমাজের দায়িত্বশীল ব্যক্তিসহ সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

জেলা প্রশাসক আরো বলেন, সবার আগে সন্তানদের আগে আদব কায়দা শেখাতে হবে। তারপর জ্ঞান অর্জন পথে। আমাদের সন্তান যদি আদব কায়দা ঠিকমতো না শিখতে পারে তাহলে অর্জিত জ্ঞান সঠিক কাজে নাও লাগতে পারে।

এর আগে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যাণ্ড কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী সচিব গাউসুল আজমের সঞ্চালনায় অনুষ্ঠানে আগত অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের মেম্বার সেক্রেটারি আলমগীর মোহাম্মদ ইউসুফ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, তর্জমা ও ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version