বাংলার ভোর প্রতিবেদক
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন ২০২৩ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব বিজয় কৃষ্ণ দেবনাথ। সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব আজমুল হক এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার খুলনা হুসাইন শওকত।
সাইটসেভার্সেও সহযোগিতায় এবং জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন যশোরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।