যশোরের ঝিকরগাছা উপজেলার ফতেপুর কাউন্সিল বাজারে শনিবার প্রফেসর ড. এমএ বারী মডেল মাদরাসা ও শেফা আইডিয়াল ইনস্টিটিউট অ্যান্ড অরফানেজের যৌথ উদ্যোগে সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীসের সভাপতি ও বাংলাদেশ আহলে হাদীস তালীমী বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক সালাফী।
পরিচালনা পরিষদের সভাপতি মো. মোরশেদ আলম ও শেফা আইডিয়াল ইন্সটিটিউট এন্ড অরফানেজ-এর সভাপতি এম. হাবিবুর রহমানের তত্ত্বাবধানে এবং প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সেক্রেটারি আবু ফাইয়ায মুহাম্মদ গোলাম রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে চার শতাধিক সুধীজন অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় জমঈয়তে আহলে হাদীসের যুগ্ম সেক্রেটারি জেনারেল ড. মুযাফফর বিন মহসিন, ড. ইবরাহীম বিন আব্দুল হালিম মাদানী, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মনিরুল ইসলাম, সহযোগী সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক ড. রবিউল ইসলাম, যশোর জেলা জমঈয়তে আহলে হাদীস-এর সহ-সভাপতি শাইখ আব্দুর রশীদ, বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ নাসির উদ্দিন এবং জমঈয়ত শুব্বানে আহলে হাদীসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহীল হাদী, সাতক্ষীরা জেলা জমঈয়তের সেক্রেটারি শাইখ রবিউল আউয়াল প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়নে আমাদের গভীর মনোযোগ দিতে হবে। কেবল ভালো ফলাফলের প্রতিযোগিতা নয়, বরং নৈতিকতা, আদর্শ ও চরিত্র গঠনের সমন্বিত শিক্ষা নিশ্চিত করাই সময়ের দাবি।
সম্মেলনে প্রতিষ্ঠাতা সেক্রেটারি শিক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বলেন, প্রতিষ্ঠানটি এমন এক শিক্ষাব্যবস্থা চালু করতে চায়, যেখানে শিক্ষার্থীরা সাধারণ শিক্ষায় দক্ষ হওয়ার পাশাপাশি প্রতিদিন নির্ধারিত সময়ে পবিত্র কোরআনের হিফজ সম্পাদনের সুযোগ পাবে। শিক্ষার্থীদের মেধা অনুযায়ী কেউ আংশিক, কেউ পূর্ণ হিফজ সম্পন্ন করতে পারবে, এতে শিক্ষাবর্ষ নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।
এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কালার কোড কুরআন মাজিদ বিতরণ করা হয়।- প্রেস বিজ্ঞপ্তি
