বাংলার বোর প্রতিবেদক
যশোর জেলা কৃষকলীগের আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সংগঠনের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর জেলা শাখার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা যশোর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সবশেষে বকুলতলা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদ চাকলাদার ফন্টু।
উপস্থিত ছিলেন, যশোর জেলা কৃষকলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুর রহমান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়েজ আলম মনির, আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আসাদুজ্জামান আসাদ, তোরাব আলী, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা সুলতানা ঝুমুর, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম সুইট প্রমুখ।