Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছা থানায় গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ
  • সখিপুর হাইস্কুলের রজত জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
  • যশোর-৩ আসনে চশমা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
  • বিএনপি নেতা আলমগীর হত্যায় জড়িত আরও একজন আটক
  • খালেদা জিয়া আমৃত্যু জাতির অভিভাবকের দায়িত্ব পালন করেছেন : অমিত
  • জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ছাত্র ক্রিকেটে চ্যাম্পিয়ন চৌগাছা
  • কোটচাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লংঘনে জরিমানা
  • চৌগাছায় ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার ৩
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, জানুয়ারি ১৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ৫, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। রোববার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা, আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবস পালিত হয়ে থাকে। এই দিবস পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা পালন করে। ২০২৫ সালের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’।

যশোর জেলা প্রশাসন
রোববার সকালে কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও যশোর জেলা শিক্ষা পরিবার আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা স্কুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ।

আরও বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রফেসর আব্দুল হান্নান, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক আবুল হাসিম রেজা এবং শিক্ষা কর্মচারী ঐক্য জোট যশোর জেলা শাখার সভাপতি মকবুল হোসেন।

বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক মর্যাদা রক্ষা, আধুনিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ডিজিটাল প্রযুক্তির সঠিক ব্যবহার নিয়ে গুরুত্বারোপ করেন। তারা একমত পোষণ করে বলেন, সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা সর্বাধিক এবং তাদের সম্মান প্রদর্শন করা প্রতিটি নাগরিকের দায়িত্ব। জেলা প্রশাসক আজাহারুল ইসলাম শিক্ষকদের সমাজের মূল চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে শিক্ষাব্যবস্থায় আধুনিকায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ শিক্ষা যাদুঘর ও টিচার্স ক্লাব
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার বিকালে যশোর শহরের বেজপাড়া পিয়ারী মোহন রোডে বাংলাদেশ শিক্ষা যাদুঘর ও টিচার্স ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। সভাপতিত্ব করেন যশোর সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক প্রফেসর আফজাল হোসেন।

আরো বক্তব্য রাখেন, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের গণিত বিভাগের অধ্যাপক প্রফেসর ওলিয়ার রহমান মিয়া, উপশহর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শাহিন ইকবাল, শিক্ষা ফাউণ্ডেশন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মোশতাক মোরশেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক সাধন কুমার বিশ্বাস, মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ, জ্যেষ্ঠ আইনজীবী মাহবুবা হাসনাত শিউলী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষা ফাউণ্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক বিশ্বাস মো. ওয়াহিদুজ্জামান।

যবিপ্রবি
জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা জানানোর মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে শোভাযাত্রা, সংক্ষিপ্ত বক্তব্যসহ নানা আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সঙ্গতি রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (যবিপ্রবি) বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। বেলা ১১ টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এর নেতৃত্বে যাত্রা শুরু করে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আরও বক্তব্য দেন যবিপ্রবির ডিন’স কমিটির আহবায়ক ড. কোরবান আলী। যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সিরাজুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শিরিন নিগার, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়াউল আমিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের শিক্ষকবৃন্দ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. আমজাদ হোসেন।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন
রোববার সকালে প্রেসক্লাব যশোরে অডিটোরিয়ামে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষা সংগঠক ও নেতৃবৃন্দ অংশ নেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও যশোর জেলার আমির অধ্যাপক গোলাম রসূল। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, অধ্যাপক জয়নাল আবেদিন, মতিয়ার রহমান, অধ্যাপক আশরাফ আলী, অধ্যক্ষ সাইদুর রহমান ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষক ও সংগঠকরা শিক্ষক মর্যাদা রক্ষা করো, শিক্ষা জাতির মেরুদণ্ড এই শ্লোগানে উদ্দীপ্ত ছিলেন।

যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট
শিক্ষকদের মাথায় মুকুট পরিয়ে অন্যরকম বিশ্ব শিক্ষক দিবস পালন করলো যশোর আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউট।

শিক্ষকদেরকে সম্মান জানাতে বিশেষ এই দিবসটিতে তাদের ফুলেল শুভেচ্ছা, উপহার প্রদান এবং কেক কাটার মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়। রোববার প্রতিষ্ঠানটির অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির আলোচনা করেন যশোর আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল এবং আদ্-দ্বীন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. ফিরোজা বেগম। নান্দনিক এই আয়োজনের জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মোছা. মেহেরুন্নেসা, নাসরিন আক্তারসহ অন্যান্যরা।

পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পরে সম্মিলিত জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য, কবিতা আবৃত্তি, গান এবং নৃত্য পরিবেশন করা হয়। ছাত্র-শিক্ষকদের নিয়ে নাটিকা পরিবেশন করেন নার্সিং ছাত্রীরা।

সঞ্চালনা করেন নার্সিং ছাত্রী সুরাইয়া আক্তার ইভা ও জারিন তাসনিম। সবশেষে ফটোসেশনের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চৌগাছা থানায় গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ

জানুয়ারি ১৩, ২০২৬

সখিপুর হাইস্কুলের রজত জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

জানুয়ারি ১৩, ২০২৬

যশোর-৩ আসনে চশমা প্রতিকের নির্বাচন পরিচালনা কমিটি গঠন

জানুয়ারি ১৩, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.