বাংলার ভোর প্রতিবেদক
মানবাধিকার সংগঠন রাইটস যশোরের উদ্যোগে জেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটির সক্রিয়করণ সভা আজ(রোববার) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। ইউএসএআইডি’র অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় পরিচালিত প্রকল্পের অধীনে এই সভার আয়োজন করা হয়।
রাইটস যশোরের পক্ষে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক এবং উপপরিচালক এসএম আজহাররুল ইসলাম। এছাড়া, সভায় কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন পর্যায়ের সরকারি ও বেসরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বলা হয়েছে, বাল্যবিয়ে প্রতিরোধ কমিটিকে আরও সক্রিয় ভূমিকা পালন করার মাধ্যমে সমাজে বাল্যবিয়ে প্রতিরোধ করতে হবে।