বাংলার ভোর প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ ( সদর) আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার বিকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের নিকট মনোনয়ন সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, জেলা ইমাম পরিষদের সিনিয়র সহসভাপতি মুফতি আবদুল মান্নান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপংকর দাস রতন, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম প্রমুখ।
প্রসঙ্গত, বিএনপি নেতা অমিত ছাড়াও বুধবার পর্যন্ত যশোরের ছয়টি আসনে ৩৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনএফ মনোনীত প্রার্থীরা মনোনয়ন সংগ্রহ করলেও বিএনপি থেকে একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন। কৌশলগত কারণে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন বলে প্রার্থীদের ভাষ্য। বিএনপি নেতাদের দাবি কয়েকটি আসনে প্রার্থী বদলের সম্ভাবনা রয়েছে। ঘোষিত অনেক প্রার্থীর আর্থিক ও আইনগত জটিলতার কারণে মনোনয়ন বাতিল হতে পারে। সেই কারণে কৌশলগত কারণে অনেকেই মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে দলীয়ভাবে কঠোর অবস্থানে থাকাতে জেলায় কোন বিদ্রোহী প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই।

