বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে যশোরে ৮১টি পূজামন্ডপে নগদ অর্থ ও শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে।
শুক্রবার দলের এই কেন্দ্রীয় নেতার পক্ষে জেলা বিএনপি এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান কল্যাণ ফ্রন্ট- যশোর জেলা শাখার নেতৃবৃন্দ মন্ডপে মন্ডপে গিয়ে নগদ অর্থ ও শুভেচ্ছা বার্তা প্রদান করেন।
এদিন, সদর উপজেলার চাঁচড়া, রামনগর, ফতেপুর, নরেন্দ্রপুর, কচুয়া, বসুন্দিয়া, ইছালি, লেবুতলা, ফতেপুর, কাশিমপুর এবং নওয়াপাড়া ইউনিয়নের ৮১টি পুজা মন্ডপে অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে নগদ অর্থ এবং শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়। এরমধ্যে চাঁচড়া ইউনিয়নের সাড়াপোল সার্বজনীন পূজা মন্দির, রূপদিয়া সার্বজনীন পূজা মন্দির, বর্মণপাড়া শ্রীহরি মন্দির, রামনগর ইউনিয়নের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, বলাডাঙ্গা মায়ের মন্দির, সতীঘাটা সার্বজনীন পূজা মন্দির, বাজুয়াডাঙ্গা সার্বজনীন পূজা মন্দির, কুয়াদা বাজার সার্বজনীন পূজা মন্দির, সিরাজসিঙ্গা মিস্ত্রীপাড়া সার্বজনীন পূজা মন্দির, খরিচাডাঙ্গা সর্বাজনীন পূজা মন্দির, খরিচাডাঙ্গা পালপাড়া সর্বাজনীন পূজা মন্দির, উত্তরা পালপাড়া সার্বজনীন পূর্জা মন্দির, কামালপুর সাহাপাড়া সার্বজনীন পূজা মন্দিও ফতেপুর নীলগঞ্জ মহাশ্মাশান পূজা মন্দির, ধানঘাটা শিব মন্দির, বাগডাঙ্গা সমাজবাড়ী দুর্গা মন্দির, বাগডাঙ্গা পাগলী মায়ের আশ্রম, বাগডাঙ্গা ত্রিমোহনী দুর্গা মন্দির, শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দির, ভায়না মন্ডলপাড়া সার্বজনীন পূজা মন্দির, সার্বজনীন রাধা গোবিন্দ পুজা মন্দির, দাইতলা কালী মন্দির, ফতেপুর পশ্চিমপাড়া পূজা মন্দির, ফতেপুর পূর্বপাড়া পূজা মন্দির, ফতেপুর পশ্চিমপাড়া পুজা মন্দির, বালিয়াডাঙ্গা মালোপাড়া সার্বজনীন পূজা মন্দির এবং মন্ডলপাড়া সার্বজনীন কালী মন্দিও নরেন্দ্রপুর রূপদিয়া সার্বজনীন কালিবাড়ী মন্দির, রূপদিয়া বাজার কালী মন্দির, ঘোড়াগাছা সাহাপাড়া কালি মন্দির, চাউলিয়া দাসপাড়া কালি মন্দির এবং নরেন্দ্রপুর পূর্বপাড়া সার্বজনীন কালি মন্দির কচুয়া ইউনিয়নের মামড়াখোলা সার্বজনীন পূজা মন্দির, নরসিংহকাঠি সার্বজনীন পূজা মন্দির, কচুয়া পালপাড়া সার্বজনীন পূজা মন্দির, মুনসেফপুর সার্বজনীন পূজা মন্দির, কৈখালি মন্দির কৈখালি সার্বজনীন পূজা মন্দির, রায়মানিক সার্বজনীন পূর্জা মন্দির এবং দেয়াপাড়া সার্বজনীন পূজা মন্দির বসুন্দিয়া বসুন্দিয়া সার্বজনীন পূজা মন্দির, শ্রী শ্রী জগন্নাথপুর মন্দির, জঙ্গলবাঁধাল সার্বজনীন দুর্গা মন্দির, সদৃল্যপুর পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দির, কেফায়েতনগর তমালতলা সার্বজনীন দুর্গা মন্দির, জগন্নাথপুর পশ্চিমপাড়া সার্বজনীন দূর্গা মন্দির, জগন্নাথপুর পূর্বপাড়া সার্বজনীন দূর্গা মন্দির এবং জগন্নাথপুর মহাশ্মাশন দূর্গা মন্দির ইছালি ইউনিয়নের শুড়া সার্বজনীন মন্দির, রামকৃষ্ণ দুর্গা মন্দির ও কায়েতখালী সার্বজনীন মন্দির। কাশিমপুর কন্ডুপাড়া সার্বজনীন কালিমাতা মন্দির, বিজয়নগর ঘোষপাড়া হরি মন্দির,শানতলা দাসপাড়া সার্বজনীন পূজা মন্দির,শানতলা সার্বজনীন পূজা মন্দির, ডহেরপাড়া সার্বজনীন কালী মন্দির, খোজারহাট বটতলা সার্বজনীন পূজা মন্দির, দৌলতদিহি সার্বজনীন কালী মন্দির, নাথপাড়া সার্বজনীন পূজা মন্দির, ঘোনা মন্ডলপাড়া সার্বজনীন পূজা মন্দির, ডাকাতিয়া সার্বজনীন মায়ের মন্দির এবং ওসমানপুর রাধা গোবিন্দ মন্দির লেবুতলা ইউনিয়নের ঘোষপাড়া সার্বজনীন পূজা মন্দির মিস্ত্রীপাড়া সার্বজনীন পূজা মন্দির, তেজরোল গহেরপুর সার্বজনীন পূজা মন্দির, আগরাইল সার্বজনীন পুজা মন্দির, গোবরা হরিতলা সার্বজনীন পূজা মন্দির এবং সাতাইলডাঙ্গা মধুসূদন কালী মন্দির, নওয়াপাড়া শেখহাটী মহাশশ্মান মন্দির সদর, বাহাদুরপুর সার্বজনীন দর্গা মন্দির, বিরামপুর সার্বজনীন দুর্গা মন্দির, যশোর সার্বজনীন পূর্জা মন্দির, ঘুরুলিয়া পালপাড়া দুর্গা মন্দির, ঘুরুলিয়া দাসপাড়া রাধাগবিন্দ মন্দির, শেখহাটী কালিতলা সার্বজনীন পূজা মন্দির, ঘুরুলিয়া পশ্চিমপাড়া সার্বজনীন পূজা মন্দির, বোলপুর সার্বজনীন পূজা মন্দির,বিরামপুর কালীতলা কালী মন্দির, বন্ধুমহল পূর্জা সংঘ ও বাহাদুরপুর দাসপাড়া পুজা মন্দিরে নগদ অর্থ এবং শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, বাংলাদেশ-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট্রের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব নির্মল কুমার বিট, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, বাংলাদেশ হিন্দু- বৌদ্ধ- খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখার যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক অলোক কুমার ঘোষ, অ্যাড. সুদিপ্ত কুমার ঘোষ, সদস্য সুব্রত ঘোষ, বাঁধন হোড় প্রমুখ।
বাংলাদেশ-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট্রের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব নির্মল কুমার বিট জানান যশোর পৌর এবং সদর উপজেলা মোট ১৬৫ টি পূজা মন্ডপে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নগদ অর্থ ও শুভেচ্ছা বার্তা প্রদান করা হবে। শুক্রবার প্রথম দিন ৮১ টি মন্দিরে প্রদান করা হয়েছে বাকি মন্দির গুলোতে আজ শনিবার নগদ অর্থ এবং শুভেচ্ছা প্রদান করা হবে।