নিজস্ব প্রতিবেদক
যশোরে জেলি পুশ করা ৫৫০ কেজি চিংড়ি জব্দ করেছেন র‌্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের সদস্যরা। শনিবার রাত দুইটার দিকে শহরের মণিহার বাস টার্মিনাল এলাকার হিমেল সীমান্ত বাস পরিবহণে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এই চিংড়ি জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হিমেল সীমান্ত বাসের মালিকের কাছ থেকে চৌত্রিশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে।
র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল মণিহার এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে সীমান্ত বাসটি তল্লাশি করে ককশিট ভর্তি ওই চিংড়ি জব্দ করে। এ সময় চিংড়ি মাছে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়।
এ জন্য ভ্রাম্যমাণ আদালত গঠন করে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) বিধিমালা ভঙ্গের অপরাধে হিমেল সীমান্ত বাসের মালিক সঞ্জয় গুপ্তকে (৪২) চৌত্রিশ হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়েছে। এ সময় জব্দকৃত অপদ্রব্য জেলি পুশ চিংড়ি উপস্থিত জনগণ, মৎস্য কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাগণের সম্মুখে ধ্বংস করা হয়।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version