বাংলার ভোর প্রতিবেদক
“রাষ্ট্রীয় মদদপুষ্ট মব, সন্ত্রাস, ধর্মীয় ফ্যাসিবাদ উৎখাত করো, জনগণতান্ত্রিক শিক্ষা ও রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলো”- এই স্লোগানকে সামনে রেখে বিপ্লবী ছাত্র মৈত্রীর ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

শনিবার দুপুরে যশোর নীলরতন ধর রোডে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কার্যালয় থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদিক্ষণ শেষে শহীদ কমরেড আইয়ুব হোসেনের স্মৃতিস্তম্বে ফুলের শ্রদ্ধাঞ্জলি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলা সভাপতি সাইহাম বিশ্বাস অর্ক। বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদক তসলিম উর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটি অন্যতম নেতা অধ্যাপক ইসরারুল হক, ছাত্র মৈত্রী প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি হারুন অর রশিদ, বিপ্লবী যুবমৈত্রী যশোর জেলার সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, গরিবের জন্য শিক্ষা নাই, ধনীদের জন্য শিক্ষা। এই বৈষম্য দূর করতে হবে।

একমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে। ভালো ছাত্র ভালো নেতা হতে হলে পাঠদানের বিকল্প নাই। তাই ভালো ছাত্র হতে হবে।

পরে ভালো ছাত্রনেতা হয়ে দেশের মজলুম মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান নেতৃবৃন্দ।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version