বাংলার ভোর প্রতিবেদক
কর্মস্থলে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেয়ার এখনই সময় এই প্রতিপাদ্য বিষয় নিয়ে র্যালি ও আলোচনা সভার মাধ্যমে যশোরে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে যশোর সিভিল সার্জন কার্যালয়ে দিবসটি পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে কমিউনিটি ভিত্তিক মানসিক স্বাস্থ্য সহায়তা প্রকল্প, এডিডি ইন্টারন্যাশনাল।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, এডিডি ইন্টারন্যাশনাল যশোরের পরিচালক পারুল আক্তার।
জেলার এনজিও সমন্বয়ক শাহাজাহান নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেহেনেওয়াজ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, যশোর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক শরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মিলন রহমান, জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস, শাহীন ইকবল, এ্যাডভোকেট জান্নাতুল সূচি, শামসুজ্জামান স্বজন প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কর্মস্থলে লিডারশিপ দরকার। মানুষ কোনো না কোনো ভাবে মানসিক চাপে থাকে। আমাদের দরকার ইলেকট্রনিক ডিভাইজ কম ব্যবহার করা। সমাজে সম্প্রতির মাধ্যমে এই মানসিক চাপ কমাতে হবে। সবার সাথে মেশার মানসিকতা তৈরি করতে হবে। আমাদের মানসিক ভাবে, শারীরিক ভাবে, সামাজিক ভাবে সুস্থ থাকতে হবে। আমরা সবাই মিলে মানসিক স্বাস্থ্য নিয়ে একযোগে কাজ করতে পারলে দ্রুত এগিয়ে যাবো এবং সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব হবে।