বাংলার ভোর প্রতিবেদক
যশোরে বিশ্ব মেট্রোলজি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) যশোরের আয়োজনে এ আলোচনা সভা হয়। সভায় অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কোতয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই যশোরের উপ-পরিচালক প্রকৌশলী আসলাম শেখ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠানে বক্তারা পরিমাপের নির্ভুলতা ও সর্বজনীনতার গুরুত্ব তুলে ধরে বলেন, দৈনন্দিন জীবন থেকে শুরু করে শিল্প, বাণিজ্য, স্বাস্থ্য এবং গবেষণাসহ সকল ক্ষেত্রেই সঠিক পরিমাপ অপরিহার্য।
নির্ভুল পরিমাপের মাধ্যমেই পণ্যের গুণগত মান নিশ্চিত করা যায়। ভোক্তারা ন্যায্যমূল্যে সঠিক পণ্য পায়।
এছাড়াও, পরিমাপের আন্তর্জাতিক মান বজায় রাখা অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সর্বকালেই পরিমাপ সকলের জন্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বক্তারা সচেতনতা বৃদ্ধি এবং মেট্রোলজি বিষয়ক অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন।