বিবি প্রতিবেদক
যশোরের আইনশৃংখলা পরিস্থিতি নাজুক হওয়ায় জনমনে আতংক বেড়েছে। বছরের প্রথম মাস জানুয়ারিতে জেলায় ৬ জন নৃশংসভাবে খুন হয়েছেন। একই সময়ে চাঁদাবাজি, বোমাবাজি, ছুরিকাঘাত, ছিনতাই ও চুরিসহ অসংখ্য অপরাধ সংঘটিত হয়েছে। এসব ঘটনায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়েছে।
এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বেলাল হোসাইন বলেন, অপরাধীদের ব্যাপারে কোন ছাড় নেই। যে সকল অপরাধ সংঘটিত হয়েছে প্রায় সবগুলো সনাক্ত হয়েছে। অপরাধীদের আইনের আওতায় এনেছে পুলিশ। যারা এখনো আটক হয়নি, তাদের ব্যাপারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
জানা যায়, ২৬ জানুয়ারি যশোর শহরের বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সোলায়মান হোসেনকে। এলাকায় মাদকের কারবার এবং আধিপত্য বিস্তার নিয়ে খুন হয়েছেন সোলায়মান। মাদক কারবারিরা প্রথমে সোহাগকে খোঁজ করে। তাকে না পেয়ে তার ভাই জসিম সিকদারকে কুপিয়ে হত্যাচেষ্টা করে। জসিমকে ঠেকাতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হন সোলায়মান। নিহত সোলায়মান শহরের টিবি ক্লিনিক এলাকার বাসিন্দা।
১৩ জানুয়ারি শহরের খড়কিতে শিশু আয়শা মারিয়ামকে মারপিট করে তার সৎ মা পারভীন খাতুন। দু’দিন পরই তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে পারভীনকে আটক করে পুলিশ। ২০ জানুয়ারি সকালে পরকীয়ার বলি হন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের তৌফিক হোসেন। এই ঘটনায় কিসমত বাবু ওরফে ক্যাসেট বাবু ও তার স্ত্রী রিয়া খাতুন আটক করেছে। নিহত তৌফিক হোসেন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা।
১৯ জানুয়ারি রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে মাংস ব্যবসায়ী রিপন হোসেন দিপু নামে একজনকে কুপিয়ে হত্যা করে সহযোগী অপর তিন ব্যবসায়ী। এই ঘটনায় পাঁচজনের নামে থানায় মামলা হলেও রানা হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে অন্য আসামিরা এলাকার আধিপত্য বিস্তারকারী রাজনৈতিক নেতাকর্মীদের ছত্রছায়ায় থেকে পুলিশি আটকের হাত থেকে রেহাই পেয়ে যাচ্ছে। নিহত দিপু ওই এলাকার রফিকুল ইসলাম মনুর ছেলে।
২ জানুয়ারি বিকেলে নিজ বসত ঘর থেকে শাহ আলম নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। কি কারণে তার মৃত্যু বা কারা এই ঘটনার সাথে জড়িত এক মাসের মধ্যেও জানতে পারেনি পুলিশ। তিনি পুরাতন লিচুবাগান এলাকার মৃত শফি শেখের ছেলে।
১৪ জানুয়ারি দুপুরে শহরের লাল দীঘিরপাড়ে চোর সন্দেহে পিটিয়ে হত্যা করে তুষার মোল্যা নাকে এক রিকসা চালককে। তিনি শহরের শংকরপুর এলাকার ছোটনের মোড়ের মাহাতাব মোল্যার ছেলে। হাসপাতালের রেজিস্ট্রার খাতায় তিনি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হলেও পরিবার দাবি করছে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার ১৭ দিন পার হলেও কোন আইনগত ব্যবস্থা নেয়নি পুলিশ। তবে কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, তার পরিবারের লিখিত কোন অভিযোগ না দেয়ায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তাছাড়া ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে।
এদিকে, ২৪ জানুয়ারি দুপুরে ঝিকরগাছার গঙ্গানন্দপুর ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়কারী পারভেজকে মারপিট করে টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। ২৭ জানুয়ারি বিকেল ৪টার দিকে দুই লাখ টাকা চাঁদা দাবিতে শহরের পালবাড়ি তেঁতুলতলায় আনোয়ার হোসেন নামে এক ব্যবসায়ীকে মারপিট করে দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা ধাওয়া করে ইয়ামিন নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।
৫ জানুয়ারি রাতে যশোরের বিভিন্ন স্থানে বোমাবাজির ঘটনা ঘটে। এতে সাধারণ মানুষ আতংকে চারিদিক ছুটাছুটি করতে থাকে। এমনকি যশোর শহরের শংকরপুর এলাকায় এক আনসার সদস্য সেই বোমার বিস্ফোরণে আহত হন।
২০ জানুয়ারি সন্ধ্যায় শহরের ষষ্ঠীতলায় গাছ থেকে কুল পাড়তে নিষেধ করায় আরাফাত ইসলাম ও তাসনীম রাহাত সাদ নামে দুইজনকে ছুরিকাঘাতে ঘটনায় থানায় মামলা হয়েছে। এই ঘটনায় ৫জনের বিরুদ্ধে থানায় মামলা হলেও কোন আসামি আটক হয়নি।
২২ জানুয়ারি রাতে যশোর শহরের রেলগেট এলাকায় চিহ্নিত সন্ত্রাসী কুদরত আলী-সম্রাট গ্রুপের সাথে সাগর গ্রুপের বোমাবাজির ঘটনা ঘটে। ২৩ জানুয়ারি শহরের রেলগেট এলাকার থেকে হিলাল নামে এক দুর্বৃত্তকে একটি চাকুসহ আটক করে পুলিশ। আটক করে পুলিশ।
২৭ জানুয়ারি বিকেলে যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় ধারালো অস্ত্রের মহড়া দেয়ার সময় শান্ত ইসলাম নামে এক দুর্বৃত্তকে একটি চাকুসহ আটক করে পুলিশ।
১৫ জানুয়ারি সন্ধ্যায় শহরতলীর খোলাডাঙ্গা এলাকা থেকে দুইটি চাকুসহ দু’ যুবককে আটক করে পুলিশ। আটককৃতরা হলো, এলাকার সুজলপুর গ্রামের হঠাৎপাড়ার মৃত মোতাচ্ছিমের ছেলে আব্বাস উদ্দীন সজল ও সুজলপুর ১নং পাড়ার নাজিম উদ্দিনের ছেলে সাজু।
২৭ জানুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে কেশবপুরে মধুমেলা দেখে বাড়ি ফেরার পথে সদর উপজেলার কামালপুর গ্রামে দুই যুবককে ছুরিকাঘাতের ঘটনায় দু’জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হলেও কেউ আটক হয়নি।
এছাড়া জানুয়ারি মাসে যশোরে ৯টি চুরির ঘটনা ঘটেছে। এরমধ্যে ১৮ জানুয়ারি সন্ধ্যায় বেনাপোল থেকে তিনটি ট্রাকে করে লোহার কুচি নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেলে সেখানে পৌছানো পরে গাড়ি থেকে ইট, বালু ও পাথর আনলোড করার বিষয়টি জানা যায়। এ ঘটনায় বেনাপোল থানায় মামলা হয়েছে। পুলিশ ওই মামলায় তিনজনকে আটক করেছে। ২৭ জানুয়ারি প্রাইভেটকারে যশোর থেকে ছাগল চুলির সময় হাতেনাতে আটক হয় একজন। ৮ জানুয়ারি যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে লিমন হোসেন নামে এক যুবককে আটক করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
১০ জানুয়ারি যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকার একটি বাসার তালা ভেঙ্গে টাকা ও স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে অজ্ঞাতনামা চোরেরা। ২৩ জানুয়ারি রাতে হাসিবুর রহমান কবির নামে এক যুবককে চুরির অভিযোগে আটক করে ডিবি পুলিশ। ২৭ জানুয়ারি রাতে প্রেবসক্লাব যশোর সংলগ্ন জাহিদুলের দোকানের হ্যাজবোল্ট ভেঙ্গে টাকাসহ অর্ধ লাখ টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। ঈশ^রদী থেকে ট্রাক চুরি করে যশোর শহরের বকচর এলাকায় এনে যন্ত্রাংশ ভাগবাটোয়ারার সময় আটক হয় কয়েকজন। এসময় চোরাই ট্রাকের যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ।
শিরোনাম:
- সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব রাখবে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
- যশোর মটর পার্টস ব্যবসায়ী সমিতির নির্বাচন সংস্কার ও উন্নয়ন পরিষদের পক্ষে ২৭টি মনোনয়নপত্র ক্রয়
- ‘জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসায় অবহেলা বরদাস্ত করা হবে না’
- পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্প কোচ সংকটে শিগগিরই চালু হচ্ছে না ট্রেন চলাচল
- শব্দ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী; যশোরে তিনদিনের নাট্য উৎসব হবে
- অভয়নগরে রবিউল হত্যা ওয়াহিদুলের রিমান্ড মঞ্জুর
- যশোর চেম্বার অব কমার্স সভাপতি মিজান খান ও সম্পাদক সোহান নির্বাচিত
- কেশবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের কুরআন ধরানো অনুষ্ঠান ও পরিচিত সভা