বাংলার ভোর প্রতিবেদক
জামায়াতে ইসলামী যশোর শহর সাংগঠনিক জেলার পেশাজীবী থানার উদ্যোগে শহরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন হোটেল রেড টাউনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যশোর শহর সাংগঠনিক জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।
সভাপতিত্ব করেন সংগঠনের পেশাজীবী সাংগঠনিক থানার সভাপতি খন্দকার রশীদুজ্জামান রতন।
প্রধান অতিথি অধ্যাপক গোলাম রসুল বলেন, বিগত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দুঃশাসনে ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারেননি। আপনারা নানা ধরনের চাঁদাবাজি, হয়রানির শিকার হয়েছেন। ৫ আগস্ট ছাত্র-জনতা-সৈনিকের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। এর মাধ্যমে দেশের মানুষ মুক্তির সুবাতাস অনুভব করছে। জামায়াত সবসময় ব্যবসায়ীদের পাশে ছিল। আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। জামায়াতে ইসলামী বাংলাদেশে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের সংগ্রামে নিয়োজিত রয়েছে। এজন্য আমাদের অনেক ত্যাগ শিকার করতে হয়েছে। সুখী সমৃদ্ধ দেশ গঠনে ব্যবসায়ীদের সমর্থন চান জামায়াত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দস, সহকারী সেক্রেটারী অধ্যাপক শামসুজ্জামান, কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, জেলা প্রচার সেক্রেটারি মুহাম্মাদ শাহাবুদ্দীন বিশ^াস, পেশাজীবি থানার গাউসুল আযম ও মো: রেজাউল করিম প্রমুখ। মতবিনিময়ে সভা সঞ্চালনা করেন পেশাজীবী থানার সেক্রেটারি আবু ফয়সাল।
শিরোনাম:
- একটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : সেলিমা রহমান
- মণিরামপুরে আধুনিক পাটবিজ উৎপাদনে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- নওয়াপাড়া প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও নেই কোন নাগরিক সুবিধা
- মাগুরায় বিনামূল্যে বই পেল ৫০ অস্বচ্ছল শিক্ষার্থী
- শার্শায় গুম, খুন ও অপহরণকারিদের শাস্তির দাবিতে ভ্যান চালকদের মানববন্ধন
- বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস : সাদাছড়ির আধুনিকায়ন ও দৃষ্টি প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নের আহ্বান
- যশোরে বিশ্ব মান দিবসে আলোচনা সভা
- পি.আর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবি যশোরে জামায়াত ও ইসলামী আন্দোলনের মানববন্ধন