বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে সার্বিক নিরাপত্তা দিতে প্রস্তুত যশোরের পুলিশ প্রশাসন। এ উপলক্ষে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের নির্দেশে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যশোরের শহর ও শহরতলীর ৪১ টি বিভিন্ন ব্যাংক শাখা ব্যবস্থাপক ও কর্মকর্তাদের নিয়ে গতকাল বেলা ১১ টায় এক মতবিনিময় যশোর কোতোয়ালি থানায় অফিসার ইনচার্জের রুমে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শহরতলীর ৪১ টি ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তা, সিনিয়র অফিসার ছাড়াও উপস্থিত ছিলেন, যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত একেএম সফিকুল আলম চৌধুরী, যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. রোকিবুজামান, যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর অপারেশন পলাশ বিশ্বাস, পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর রেজাউল করিম, চাঁচড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আব্দুল আলিমসহ কোতোয়ালি থানার সিনিয়র সাব ইন্সপেক্টররা।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপক সিনিয়র অফিসাররা পুলিশের এই ভূমিকা নিয়ে প্রশংসা করে বক্তব্য রাখেন এবং পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক বিষয় প্রতিশ্রুতি দেন।