মাগুরা সংবাদদাতা

মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের পাতুড়ীয়ার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি পাঁচ চাকা লাটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে গেলে চালক আকাশ (২০) গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আকাশ শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের গাংনালীয়া গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত অপর ব্যক্তি তার আপন বড় ভাই সবুজ মোল্লা। তারা কাজের সুবাদে কসমদি গুচ্ছগ্রামে বসবাস করতেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর উল্টে যাওয়া গাড়িটি সড়কের ওপর পড়ে থাকায় কিছু সময় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

নিহতের মরদেহ মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share.
Exit mobile version