বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে, দেশীয় তৈরি বিভিন্ন ধরনের অস্ত্র ও গুলিসহ এক ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে।
আটক ভুয়া ডিবি পুলিশ যশোর কোতোয়ালি থানার হাজী মোহাম্মদ মহসিন রোড বড়বাজারের দুর্জয় বাবু ঘোষ।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার্স ইনচার্জ রুপন কুমার সরকার জানান, যশোর শহরের বেজপাড়া শ্রীধর পুকুরপাড় এলাকার তরুণ কুমার দে’র ভাড়াটিয়া দুর্জয় ঘোষ বাবুকে ১২ জুলাই সন্ধ্যায় আটক করা হয়।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে দুর্জয় বাবু ঘোষ স্বীকার করেন তিনি দির্ঘদীন ধরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে পুলিশের ব্যবহৃত ওয়াকিটকি, হ্যান্ডকাফ ব্যবহার সহ পুলিশি প্রভাব খাটিয়ে মানুষকে হয়রানিসহ বিভিন্ন রকমের অনৈতিক সুবিধা ভোগ করে আসছিলেন।
আসামির বাড়ি থেকে একটি কালো রংয়ের ওয়াকিটকি সেট, দু’টি চাইনিজ কুড়াল, দু’টি ফালার মাথা, একটি হাসুয়া, একটি ছুরি, একটি রিফ্লেটিং ভেস্ট, চার জোড়া হ্যান্ডকাফ, ৫ টি রাবার বুলেট, একটি শটগানের (লেডবল) কার্তুজ, ১২ টি শটগানের বিস্ফোরিত কার্তুজ উদ্ধার করা হয়।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।