বাংলার ভোর প্রতিবেদক
যশোরে আসন্ন ত্রয়োদশ নির্বাচন ও গণভোট উপলক্ষে ‘ফেস্টিভ ইলেকশন ক্যাম্পেইন ২০২৫-২৬’ অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলার উপশহর কলেজ মাঠে শুক্রবার বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে নির্মিত ক্যারাভানের মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালিত হয়।
পরিকল্পনা অনুযায়ী ক্যারাভান ভোটের গাড়ি দেশের ৮ টি বিভাগের ৬৪ টি জেলা ও ৩০০ টি উপজেলায় নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালিত হবে। এ ধারাবাহিকতায় যশোর সদর উপজেলার উপশহর কলেজ মাঠে নির্বাচন ও গণভোটের বিভিন্ন ডকুমেন্টারি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা রেজাউল করিম ও সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান।
গণভোট ও নির্বাচনী ক্যারাভানের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ডকুমেন্টারি প্রদর্শনী দেখতে উপশহর কলেজ মাঠে প্রায় সহস্রাধিক দর্শকশ্রোতা উপস্থিত ছিলেন।

