নিজস্ব প্রতিবেদক
বাঘারপাড়ায় চালক রমজান আলীকে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই ঘটনায় ইয়ামিন মোল্যা নামে এক ছিনতাইকারীকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাই হওয়া ভ্যান, চাকু ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক ইয়ামিন মোল্লা বাঘারপাড়া উপজেলার বেতালপাড়া গ্রামের বাসিন্দা।

ডিবির এসআই মফিজুল ইসলাম জানান, এ ঘটনার পর রমজানের বাবা কলিম উদ্দিন বাদী হয়ে বাঘারপাড়া থানায় মামলা করেন। মামলাটির ডিবি পুলিশ তদন্তের দায়িত্ব পায়। ডিবি পুলিশ তথ্য প্রযুক্তির মাধ্যমে ছিনতাইকারী ইয়ামিনকে সনাক্ত করে গত শুক্রবার সন্ধ্যায় চৌগাছা উপজেলার শাহজাদপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটকের পর ইয়ামিনের স্বীকারোক্তিতে ছিনতাইকৃত ভ্যানের বডিফ্রেম, ব্যাটারি, সাউন্ড সেট, চাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত চাকু উদ্ধার করে।

Share.
Exit mobile version