বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাটি দিয়ে রাস্তা বন্ধের অভিযোগ উঠেছে হাফিজুর রহমান ওরফে হাফেজ এবং একই এলাকার শাহদত আলীর বিরুদ্ধে। এতে ওই এলাকার ২৫-৩০ পরিবারের দেড়-দু’শ সাধারণ মানুষ অবরুদ্ধ হয়ে পড়েছেন।
ঘটনাটি ঘটেছে যশোর সদর উপজেলার চূড়ামনকাটি আব্দুলপুর হোজরাপাড়া গ্রামের একটি গুরুত্বপূর্ণ রাস্তায়। রাস্তাটি চৌগাছা-চুড়ামনকাটি প্রধান সড়কে ওঠার একমাত্র পথ।
সরেজমিনে দেখা যায়, হাফেজ ও শাহদতসহ তাদের সহযোগীরা গ্রামের চলাচলের রাস্তার উপরে মাটি ফেলে যাতায়াত বন্ধ করে দিয়েছেন।
এলাকাবাসী অভিযোগ করে বলেন রাস্তায় মাটি ঢালা বন্ধ করতে বারবার বললেও সে কোন কথা কর্ণপাত করেনি। বরং মারধর, খুন, জখমের ভয় দেখাচ্ছে। এতে গ্রামবাসী ভয়ে কোন কথা বলতে পারছে না।
এ বিষয়ে গতকাল যশোর কোতযালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছে এলাকাবাসী। তারা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছন।

