বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের আলাদা অভিযানে অ্যালকোহল, গাঁজা, ফেনসিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ ৪জনকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লায়েকুজ্জামান জানান, সদর উপজেলার দেয়াড়া তেঘরিয়া গ্রামের নাজমা বেগম (৪২) নামে এক নারীকে আটক করা হয়। পরে তার ঘর তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। একই অধিদফতরের এসআই সাইদুর রহমান জানান, শহরতলীর বিরামপুর কাজীপাড়া (বাবুপাড়া) এলাকায় অভিযান চালিয়ে ঘর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহীনুর রহমান মনি (৩৭) নামে এক যুবককে আটক করা হয়।
ডিবি পুলিশের এসআই রাজেশ কুমার দাস জানান, রোববার দুপুর একটার দিকে শহরের সরকারি মহিলা কলেজের সামনে থেকে ১২০ বোতল অ্যালকোহলসহ নয়ন হোসেন (২৫) নামে এক যুবককে আটক করা হয়। তিনি চৌগাছার পাঁচনামনা গ্রামের বাসিন্দা।
ঝিকরগাছা থানার এসআই পলাশ দাস জানান, শনিবার রাত ১০টার দিকে ঝিকরগাছা বাজারের যশোর-বেনাপোল সড়ক দিয়ে একটি মোটরসাইকেল চালিয়ে ফেনসিডিল বহন করছিল এক যুবক। সংবাদ পেয়ে সেখানে দাঁড়িয়ে মোটরসাইকেল তল্লাশি করা হয়। সে সময় তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ৫২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই যুবকের নাম রাব্বি হোসেন (২৫)। তিনি বেনাপোল পোর্ট থানাস্থ ভবেরবেড় এলাকার বাসিন্দা।