বাংলার ভোর প্রতিবেদক
যশোরে যশোরে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে।
শনিবার বিকেলে যশোর উপশহর কলেজ মাঠে চৌগাছা ফুটবল একাডেমি বনাম সদরের পলাশ ফুটবল একাডেমি মুখোমুখি হয়। ম্যাচে পলাশ ফুটবল একাডেমি ১-০ গোলের ব্যবধানে জয়লাভ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক আজহারুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপপরিচালক আসলাম হোসেন।
ম্যাচ শেষে খেলোয়াড় ও দর্শকদের সঙ্গে নিয়ে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান
য় অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
