বিবি প্রতিবেদক
যশোরে লায়েব আলী নামে এক মাদক বিক্রেতাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল যশোরের অতিরিক্ত দায়রা জজ (২য়) আদালতের বিচারক সোহানী পূষণ এ রায় দেন। সাজাপ্রাপ্ত লায়েব আলীর বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়া গ্রামে এবং তিনি যশোরের কেশবপুর উপজেলার কোমরপুর গ্রামের বকুলতলা এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি এএসএম নজরুল ইসলাম বকুল।
মামলার বরাত দিয়ে তিনি জানান, মণিরামপুর থানা পুলিশ ২০০৮ সালের ২৭ জুন উপজেলার চালুয়াহাটি গ্রামের গাজীপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে একটি বস্তা ভর্তি ১০৫ বোতল ফেনসিডিলসহ লায়েব আলীকে আটক করে। এই ঘটনায় লায়েব আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মণিরামপুর থানায় মামলা করেন এসআই আইয়ুব আলী শরীফ। তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় লায়েব আলীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা এসআই নুরুল ইসলাম। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি লায়েব আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দণ্ডপ্রাপ্ত লায়েব আলী হাজতে আটক রয়েছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version