বিবি প্রতিবেদক
যশোরে মাদক মামলায় শহরের পালবাড়ি এলাকার নাজমুল ইসলামকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এই রায় দিয়েছেন। সাজাপ্রাপ্ত নাজমুল ইসলাম পালবাড়ি রয়েল কমিউনিটি সেন্টার এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতে সহকারী পিপি আব্দুল্লাহ হিল কাফী মিলন।
সহকারী এপিপি জানিয়েছেন, ২০১৬ সালের ১৩ জুন রাতে কোতোয়ালি থানা পুলিশ শহরের ঢাকা রোড ঘোষপাড়া মসজিদ এলাকায় অভিযান চালায়। এ সময় নাজুল ইসলামকে ২০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাজমুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছিলেন এসআই মোল্যা মিরাজ মোসাদ্দেজ। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি নাজমুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে ২ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। সাজাপ্রাপ্ত নাজমুল ইসলাম জেলহাজতে আছেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version