বাংলার ভোর প্রতিবেদক

মাদক মামলায় যশোরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঝিকরগাছার আব্দুল করিমকে গ্রেফতার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার রাতে বেনাপোলের দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর মাদক মামলায় সাজা হওয়ার পর থেকে তিনি বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। গ্রেফতার আব্দুল করিম ঝিকরগাছা উপজেলার শংকরপুর গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৬ যশোর ক্যাম্প জানিয়েছে, গ্রেফতার আব্দুল করিম চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। ২০১০ সালের ২২ জুন ঝালকাঠি জেলা থেকে তিনি বিপুল পরিমাণ ফেনসিডিলসহ আটক হন। এ ঘটনার মামলার পর তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।

এ সময় তিনি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

র‌্যাব আরও জানায়, বেনাপোলের দৌলতপুরে তিনি আত্মগোপনে রয়েছেন বলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। সেই সূত্র ধরেই অভিযান চালিয়ে এদিন তাকে আটকের পর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

Share.
Exit mobile version