বাংলার ভোর প্রতিবেদক

৫ লাখ টাকা যৌতুক দাবিতে স্ত্রীকে মারপিটের অভিযোগে মাদরাসা শিক্ষকের নামে আদালতে মামলা করেছেন তার স্ত্রী। আজ (বুধবার) সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের মৃত আব্দুস সাদাদের মেয়ে রুনা লাইলা মেরি এই মামলা করেন। বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ আসামি শিক্ষক আব্দুল আলিমের বিরুদ্ধে সমনজারির আদেশ দিয়েছেন। আব্দুল আলিম চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি চৌগাছা উপজেলার গুয়াতলী দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।

বাদির অভিযোগ ২০০১ সালের ৩ ফেব্রুয়ারি আব্দুল আলিমের সাথে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বিয়ের সময় আলিমকে স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ বেশ কিছু টাকার মালামাল দেয়া হয়। এরপরও ৫ লাখ টাকা যৌতুক দাবিতে আব্দুল আলিম তাকে শারীরিক ও মানসিক নির্যাতন অব্যাহত রাখে। সর্বশেষ ২০২৩ সালের ১ নভেম্বর যৌতুক দাবিতে মারপিটের পর এক বস্ত্রে তাকে পিতার বাড়ি তাড়িয়ে দেয়। চলতি বছরের ৬ জানুয়ারি আব্দুল আলিমকে মেরীর পিতার বাড়ি এনে যৌতুক ছাড়া তাকে নিয়ে সংসার করার অনুরোধ করা হয়। কিন্তু কোন মতেই যৌতুক ছাড়া মেরীকে নিয়ে সংসার করবেনা বলে চলে যান আলিম।

Share.
Exit mobile version