বাংলার ভোর প্রতিবেদক
সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে যশোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। রোববার সকালে প্রেসক্লাব যশোরের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ সমাবেশ করে।
সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, এ বছর কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হওয়ায় তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটেছে।
এ ছাড়া অর্ধবার্ষিক পরীক্ষা সম্পূর্ণ শেষ না হওয়ায় তারা তেমন অভিজ্ঞতা অর্জন করতে পারেনি। এ অবস্থায় তাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই অনুযায়ী পরীক্ষার প্রস্তুতির পর্যাপ্ত সময় নেই। এই অবস্থা বিবেচনা করে সাধারণ শিক্ষার্থীরা তাদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়ার দাবি জানান ।
সমাবেশ থেকে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাস বাস্তবায়নের জন্য সরকারের শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।