বাংলার ভোর প্রতিবেদক
যশোরে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি’র অর্থায়নে অর্থমন্ত্রণালয়ের ‘স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি) আওতায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার সকালে যশোর শহরের শিশু নিলয় ফাউণ্ডেশন অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব কুমার দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল মান্নান ও সরকারি মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যশোর শাখা ব্যবস্থাপক শাকিল আলম। প্রশিক্ষণ কর্মসূচিতে যশোরে ২৫ জন সম্ভাবনাময় উদ্যোগ অংশ নিচ্ছেন।
