Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুয়াডাঙ্গায় সার্জেন্টের সাথে দুর্ব্যবহার, গ্রেপ্তার -৩
  • খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক
  • যশোরের মণিরামপুরে প্রকাশ্যে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা
  • প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৯ জানুয়ারি
  • হরিণের ফাঁদে আটকা বাঘ দেখতে হাজারো মানুষের ভিড়
  • সামাজিক বনায়নে সাফল্য এনেছে কোটচাঁদপুরসহ ৩টি উপজেলা
  • মাগুরায় ভোক্তার অভিযানে গ্যাস ডিলারকে লাখ টাকা জরিমানা
  • যশোরে দুই দিনব্যপি ব্যঞ্জন উৎসব শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জানুয়ারি ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মুহিউস্ সুন্নাহ ইসলামী ইনস্টিটিউটের পুরস্কার বিতরন ও নবীণ বরণ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreজানুয়ারি ৩, ২০২৬No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে অবস্থিত মুহিউস্ সুন্নাহ ইসলামী ইনস্টিটিউটে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরিক্ষার পুরস্কার বিতরণ ও  উদ্বোধনী ক্লাস অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে প্রতিষ্ঠানটির কারবালা রোডে অবস্থিত কম্প্যাস মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, আলেম-ওলামা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও আনন্দঘন হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাঃ গোলাম কিবরিয়া, প্রভাষক, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসা, ঝিকরগাছা, যশোর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী মুতাসিম বিল্লাহ, সিনিয়র মুহাদ্দিস, জামিয়া নিয়ামতিয়া কওমী মহিলা মাদরাসা, যশোর। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মো. সোবায়েত রাব্বানি, জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজে কুরআন ও কাতার প্রবাসী ইমাম ও খতিব। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতী কাজী আসজাদ হুসাইন, মুহতামিম, ইসলামিয়া কওমিয়া ারুল উলূম লিচুতলা মাদরাসা, যশোর। অতিথিবৃন্দ তাঁদের গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা করা হয়। পরে অতিথিবৃন্দ সম্মিলিতভাবে শিক্ষার্থীরে হাতে পুরস্কার তুলে দেন এবং নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ করা হয়। নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকবৃন্দ, যা উপস্থিত সকলের মাঝে এক আবেগঘন ও আনন্দময় অনুভূতির সৃষ্টি করে।

প্রধান অতিথির বক্তব্যে মুহাঃ গোলাম কিবরিয়া বলেন, “শিক্ষা শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। একজন শিক্ষার্থীর নৈতিকতা, আদর্শ ও চারিত্রিক গুণাবলি গড়ে তুলতে ইসলামী শিক্ষার বিকল্প নেই। কোরআন ও সুন্নাহভিত্তিক শিক্ষা ব্যবস্থা একটি সুন্দর, শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

বিশেষ অতিথির বক্তব্যে মুফতী মুতাসিম বিল্লাহ বলেন, “আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটাতে পারলেই একজন শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠবে। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে অভিভাবকদের সচেতন ভূমিকা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অন্য অতিথিরা তাঁরে বক্তব্যে বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যোগ্য আলেম ও দক্ষ নাগরিক তৈরি করতে হলে শৈশব থেকেই সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার চর্চা জরুরি। তাঁরা মুহিউস্ সুন্নাহ ইসলামী ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম ও আদর্শভিত্তিক উ্েযাগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসা পরিচালক হাফেজ মাওলানা মো. মাহবুব হাসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “মুহিউস্ সুন্নাহ ইসলামী ইনস্টিটিউট শিক্ষার্থীদের কেবল পরীক্ষাভিত্তিক শিক্ষা নয়, বরং কোরআন ও সুন্নাহর আলোকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৬ শিক্ষাবর্ষে আমরা আরও আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি শিক্ষাপ্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে সফল হতে পারে। সভাপতির সমাপনী বক্তব্য ও বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির সার্বিক পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার মানের ভূয়সী প্রশংসা করেন এবং মুহিউস্ সুন্নাহ ইসলামী ইনস্টিটিউটের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চুয়াডাঙ্গায় সার্জেন্টের সাথে দুর্ব্যবহার, গ্রেপ্তার -৩

জানুয়ারি ৫, ২০২৬

খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক

জানুয়ারি ৫, ২০২৬

যশোরের মণিরামপুরে প্রকাশ্যে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

জানুয়ারি ৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.