বাংলার ভোর প্রতিবেদক
মহান মে দিবস ও যশোর জেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে যশোর জেলা বিএনপির কার্যালয়ে জেলা শ্রমিক দল আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
যশোর জেলা শ্রমিক দলের সভাপতি আবু জাফর শেখের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন ও সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম।
আরো বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, যশোর সদর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক ফিরোজ আলমসহ শ্রমিক দলের ১৯টি ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় বক্তরা বলেন, মহান মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামের ও গণতান্ত্রিক আদর্শের অগ্রযাত্রায় ভুমিকা রেখেছে শ্রমিক দলের। মানবাধিকার, গণতন্ত্র, সমাজতন্ত্র ও মানবিক আদর্শ প্রতিষ্ঠায় ও মহান মে দিবস সফল ভাবে পালনের জন্য দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে শ্রমিক দলকে কাজ করার আহবান জানান।