বাংলার ভোর প্রতিবেদক

বুধবার যশোর শহরের লালদীঘির পূর্ব পাড়ে এক্সক্লুসিভ মোবাইল শোরুম মোবাইল প্লানেট এর উদ্বোধন করা হয়েছে।

ফিতা ও কেক কেটে শোরুম উদ্বোধন করেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী কামাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন দেশসেরা মোবাইল ব্রান্ড ভিভো’র বস সিএসএম মি. জ্যাকি, সিআরএম কেসি জুলি, আরএসএম তানজিন হাসান, এএসএম মি. শাওন এবং নির্বাহী কর্মকর্তা মি. ইব্রাহিম।

উদ্বোধনকালে কোম্পানি প্রতিনিধিরা মোবাইল প্লানেট স্বত্বাধিকারীকে কামাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা ও শুভকামনা জানান।

নিউজে ভিডিও দেখতে লিংকে কিক্ল করুর

Share.
Exit mobile version