প্রতিবেদক
আজ (শুক্রবার) সকালে যশোর শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছনে একটি পরিত্যক্ত স্থান থেকে আগুনে পোড়া এক যুবকের (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। মুখ থেকে পেট পর্যন্ত আগুনে পোড়া বিকৃত উদ্ধার করা লাশটি যশোর সদরের নুরপুর গ্রামের মছি মণ্ডলের ছেলে মহাসিন হোসেনের।
এলাকাবাসী জানান, মহসিন সুদের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসায়িক দ্বন্দ্বে প্রতিপক্ষরা তাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায়। বৃহস্পতিবার দুপুর থেকে মহসিন নিখোঁজ ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয় চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আমিনুল ইসলাম বলেন, সকাল সাড়ে আটটার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ থেকে খবর পাই একটি লাশ শহরতলীর বালিয়াডাঙ্গা মানদিয়া জামে মসজিদের পেছনে পড়ে আছে। পরে লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে মহসিনকে এখানে এনে শ্বাসরোধে হত্যার পর আলামত নষ্ট করতে লাশের মুখে পেট্রল দিয়ে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে।
যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, সকালে ফতেপুর এলাকার একটি মসজিদের পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ দেখতে পান স্থানীয়রা। মরদেহের মুখ থেকে পেট পর্যন্ত পুড়ে গেছে। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশের ফিঙ্গার প্রিন্ট যাচাই করে পরিচয় শনাক্ত করা হয়।
তিনি আরও বলেন, হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শিরোনাম:
- যশোরে সবজির বাজার চড়া হলেও ইলিশের গায়ে আগুন
- যশোরে এসিড হামলার শিকার পরিবারের পাশে তারেক রহমান
- জুলাই বিপ্লবের শিশু যোদ্ধাদের সম্মানে মৌসুমী ফলের আসর
- অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগের মতবিনিময় শনিবার
- নতুন বাংলাদেশ বিনির্মাণে ভোটের অধিকার নিশ্চিত করতে হবে
- যশোরে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন
- ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিতয় জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন চায় জামায়াত -অধ্যাপক গোলাম রসুল
- যশোরে ‘চব্বিশের গণআন্দোলন ও আজকের মূল্যায়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত