নিজস্ব প্রতিবেদক
গতকাল যশোর শহরের জেলা যুবদল আয়োজিত ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে পদযাত্রা, গণসংযোগ ও প্রচারপত্র প্রদান কালে এ কথা বলেন।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, আমাদের লড়াই কেবলমাত্র গণতন্ত্র পুনরুদ্ধার কিংবা মুক্ত মানবাধিকারের জন্য নয়, স¦াধীনতা ও সার্বভৌম্ব রক্ষারও লড়াই। কারণ জনগণ মনে করে এই সরকার যদি টিকে যায়, তাহলে শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে। পরে অধ্যাপক নার্গিস বেগম নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে শহরে কাঠের পোল ও বড় বাজার এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।
অপরদিকে কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত সদর উপজেলা ফতেপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।
জেলা বিএনপির সদস্য মিজানুর রহমান খানের নেতৃত্বে উপশহর ইউনিয়নের বিভিন্ন বাজারে দলীয় নেতা-কর্মীরা গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। এছাড়া যশোর ২৫০ শয্যা হাসাপাতাল মোড়ে জেলা স্বেচ্ছাসেবক দল ও মণিহার এলাকায় নগর মহিলা দল প্রচারপত্র বিলি করে। যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপি, হৈবতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল পাড়া মহল্লায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রকৌশলী আইয়ুব ও জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের নিয়ে উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন।
শিরোনাম:
- বুদ্ধিজীবী দিবসের আলোচনা জামায়াত নেতৃবৃন্দ
- যশোরে সড়কে গেল যুবকের প্রাণ
- যশোরের এসপির সাথে ব্যবসায়ীদের মতবিনিময়
- দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে পারে বিএনপি : অমিত
- শহীদ বুদ্ধিজীবী দিবস গভীর শ্রদ্ধায় যশোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ
- যশোরে দুদকের জালে ক্ষমতার আবর্তে থাকা এমপি মন্ত্রী আমলারা
- যশোরে বিজয় দিবসের উৎসবে গান আর নাচে মুখর টাউন হল ময়দান
- বুদ্ধিজীবী দিবসে জেলা প্রশাসনের আলোচনা সভা
