বাংলার ভোর প্রতিবেদক

যশোরে রাজনৈতিক প্রতি হিংসার জেরে ফরহাদ হোসেন শ্যাম্পু নামে এক যুবলীগ কর্মীকে নৃশংস ভাবে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত শ্যাম্পু নওয়াপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পাগলাদাহ গ্রামের শাহদাত হোসেন দরবেশের ছেলে। যে ওয়ার্ড যুবলীগের সক্রিয় কর্মী। তার পায়ের রগ ও মাথার পিছনের অংশসহ হাতের বেশ কিছু জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

আহত শ্যাম্পুর স্ত্রী সাথী খাতুন জানান, রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে তার স্বামী পালবাড়ি মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বিহারি ক্যাম্পের মোড়ে ৫ থেকে ৭ জন দেশীয় অস্ত্রসহ তাকে হত্যার জন্য মাথায় ও পায়েসহ শরীরের বিভিন্ন স্থানে এড়োপাতাড়ি আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনে।

তার স্ত্রী অভিযোগ করে বলেন, রবি, টাক মিলন, ইজাজ এদের নেতৃত্বে তার স্বামীর উপর হামলা করে। তার স্বামী সদর উপজেলা নির্বাচনে তৌহিদ চাকলাদার ফন্টুর সাথে ভোট করেছে। ভোটে পরাজিত হয়ে প্রতিশোধ নিতে এই হামলা।

এব্যাপারে কোতোয়ালী মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, এ ব্যাপারে কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version