বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় শহরের বারান্দিপাড়ার রোজা ফার্ণিচারের তৃতীয় তলায় এই মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার সভাপতি রুবেল শেখ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ইমদাদ হুসাইন। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার সম্পাদক রাজু আহমেদ, যুব অধিকার পরিষদ যশোর জেলা শাখার সিনিয়র সাধারণ সম্পাদক আরিফ খান, সহ-সাংগঠনিক সম্পাদক সবুজ আহমেদ ও আলমগীর হোসেন এবং জেলার শ্রমিক অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিম মোল্যা, বিশিষ্ট ব্যবসায়ী মামুন হোসেন ও ইমরান হাসানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ইফতার মাহফিলের উদ্দেশ্য ছিল সংগঠনের সদস্যদের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।