বাংলার ভোর প্রতিবেদক
ইফাদ মোটরসের আমদানিকৃত মোটরসাইকেল রয়েল এনফিল্ড যশোর শোরুমের যাত্রা শুরু হয়েছে।

সোমবার দুপুরে উদ্বাধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, যশোর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক হিমাদ্রি শেখর, ইফাদ মোটরসের প্রধান আর্থিক কর্মকর্তা সহদেব কুমার, মার্কেটিং বিভাগের প্রধান রবিউল হক, হেড অব সার্ভিস খন্দকার রাসেল কবির, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ ও রয়েল ইনফিল্ড যশোরের এজেন্ট অচিন্ত্য কুমার ধর।

অচিন্ত্য কুমার ধর জানান, শহরের চারখাম্বার মোড়ে শোরুমের উদ্বোধনের পর ৫টি মোটরসাইকেল বিক্রি হয়েছে। এগুলো সব সাড়ে তিনশ’ সিসি। যার দাম সর্বনিম্ন তিন লাখ ৬৫ হাজার টাকা থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা।

Share.
Exit mobile version