বাংলার ভোর প্রতিবেদক

যশোরে রূপালী ব্যাংকের কর্পোরেট শাখায় গ্রাহক সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। রোববার শহরের বিকে রোডস্থ রূপালী ব্যাংক পিএলসি যশোর কর্পোরেট শাখার উদ্যোগে সপ্তাহব্যাপি এই সেবা সপ্তাহ চলছে। ফিতা কেটে এই সেবার উদ্বোধন করেন প্রধান অতিথি রূপালী ব্যাংকের খুলনা বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের এমন সময়োচিত কর্মসূচি গ্রহণ ব্যাংকার ও গ্রাহকদের সম্পর্ক আরও মজবুত করবে। গ্রাহকরা সচেতন হলে ব্যাংকে অনিয়ম ও ভুলের মাত্রা উল্লেখযোগ্য হারে কমে আসবে। ব্যাংকিং ব্যবস্থা সুশৃঙ্খল থাকবে। রাষ্ট্রয়াত্ব রূপালী ব্যাংক উত্তম সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসময় তিনি গ্রাহক সচেতনতা সপ্তাহের উপকারিতা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। একই সাথে তিনি গ্রাহকদের ব্যাংকের প্রাণ হিসেবে উল্লেখ করেন।’

রূপালী ব্যাংক পিএলসি যশোর কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জোনাল অফিস যশোরের জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক প্রকাশ কুমার সাহা। এ সময় শাখার গ্রাহকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় এর ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি ও কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্টের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোতে গ্রাহকদের সেবার মান উন্নয়ন ও সচেতন করতে এই ধরণের গ্রাহক সচেতনতা সপ্তাহ শুরু করেছে।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version