বাংলার ভোর প্রতিবেদক
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে শহরের ষষ্টিতলা থেকে সন্ত্রাসী সাইফুল ইসলাম সাগর নামে এক যুবককে একটি ওয়ান স্যুটারগানসহ গ্রেফতার করেছে। তিনি শহরের আরবপুর বিএফসি রোড, বর্তমানে শহরের ষষ্টিতলা বাইলেন মুজিব সড়কের রহিমা খানের বাসার ভাড়াটিয়া।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে জানা যায়, ১৩ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে র্যাবের সদস্যরা গোপন সূত্রে জানতে পারেন শহরের ষষ্টিতরা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ি ও সন্ত্রাসী মাদকদ্রব্য ক্রয়-ব্রিকয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১ টায় রহিমা খানের বাড়ির ভাড়া বাসায় ঘেরাও করে। ঘরে থাকা সাইফুল ইসলাম সাগরকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘরের মধ্যে তোষকের নিচ থেকে একটি ওয়ান স্যুটারগান বের করে দেন। আটক সাইফুল র্যাবের কাছে স্বীকার করেন ওই অস্ত্র ব্যবহার করে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিলেন। সাইফুল ইসলাম সাগর র্যাবের কাছে আরো স্বীকার করে যে ২০১৬ সালে অস্ত্রসহ ডাকাতি করাকালে হাতেনাতে গ্রেফতার হয়েছিল। বর্তমানে তার নামে একটি হত্যা মামলা ও দু’টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
শিরোনাম:
- লন্ডন ছেড়েছেন তারেক রহমান
- আজ শুভ বড়দিন
- তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : যশোর থেকে গেলেন অর্ধলক্ষাধিক নেতাকর্মী
- মণিরামপুরে ১২৮ টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত
- যশোর-৫ জমিয়তকে ছেড়ে দেয়ায় মণিরামপুরে বিএনপির বিক্ষোভ
- মনিরামপুরে উপজেলা দিবসে চার গুণীজনকে সম্মাননা প্রদান
- যশোর-৫ ইকবাল আউট, রশীদ বিন ওয়াক্কাস ইন, ক্ষুব্ধ বিএনপির নেতাকর্মীরা
- যশোর-৪ ও ৫ আসনে গণঅধিকার পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ

