বাংলার ভোর প্রতিবেদক
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখা ও সদরের ফতেপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ল’ইয়ার্স কাউন্সিলের উদ্যোগে আইনজীবী সমিতির ১ নম্বর ভবন মিলনায়তন ও ফতেপুর ইউনিয়নের হামিদপুর স্কুল মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা ও জেলা জামায়াতের আমির অধ্যাপক গেলাম রসুল ও ফতেপুর ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিলে সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস প্রধান অতিথির বক্তব্য রাখেন।
ল’ইয়ার্স কাউন্সিল যশোর শাখার সভাপতি অ্যাডভোকেট এমএ লতিফের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট গাজী এনামুল হক, সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, জিপি অ্যডভোকেট আবদুল মোহায়মেন, অ্যাডভোকেট গোলাম হেকমত, সমিতির সভাপতি এমএ গফুর, অ্যাডভোকেট ইমমুল হাসান, অ্যাভোকেট গাজী মাহফুজুর রহমান, অ্যাডভোকেট মঞ্জুর কাদের আশিক, অ্যাডভোকেট আলমগীর সিদ্দিক, অ্যাডভোকেট আকম মনিরুল ইসলাম, অ্যাডভোকেট তাজউদ্দীন, অ্যাডভোকেট হাবীব কায়সার, অ্যাডভোকেট আজহারুল ইসলাম, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করীম প্রমুখ। সভা পরিচালনা করেন অ্যাডভোকেট ওজিয়ার রহমান।
অপরদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফতেহপুর ইউনিয়নের উদোগে হামিদপুর স্কুল মাঠে ইউনিয়ন আমির আবদুল কুদ্দুসের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক এমএম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, উপজেলা কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুর রহিম, মাওলানা আব্দুল জলিল, ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মঈনুদ্দিন, অধ্যাপক আহকাম, তৌফিক হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বক্তরা, বৈষম্যহীন অন্যায় অবিচার দুর্নীতি মুক্ত একটি সমাজ গঠনে জামায়াতে ইসলামীর পতাকা ধরে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন।