বাংলার ভোর প্রতিবেদক
আসন্ন যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শহরের বড়বাজার এইচএমএম রোডে গণসংযোগ করেছেন সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েল। আজ (বৃহস্পতিবার) দুপুরে এইচএমএম রোডের বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে তিনি এ গণসংযোগ করেন।
এ সময় তিনি বাজারের বিভিন্ন দোকানে গিয়ে ব্যবসায়ীদের কাছে লিফলেট বিতরণ করে দোয়া ও সমর্থন চান। সময় শফিকুল ইসলাম জুয়েল বলেন, আমি এর আগে দলমত নির্বিশেষে নানা সেবামূলক কাজ করেছি। যেগুলোর প্রতিফলন পাচ্ছি আমি সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে। মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসেন। তাদের ভালোবাসা আমাকে এ নির্বাচনে অংশগ্রহণের জন্য আরও অনুপ্রাণিত করছে।
তিনি আরও বলেন, যশোর সদর উপজেলাকে আমি একটি আদর্শ উপজেলা হিসেবে সাজাতে চাই। আমি সেই জনপ্রতিনিধি হতে চাই যার কাছে কখনো মানুষ আসনে না বরং আমিই যাবো তাদের কাছে।