বাংলার ভোর প্রতিবেদক
মাগুরায় ধর্ষণের শিকার আছিয়া খাতুনের মৃত্যুর প্রতিবাদে যশোরে সাধারণ শিক্ষার্থীরা গায়েবি জানাযা ও বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত গায়েবি জানাযা শেষে, বিক্ষোভ মিছিল করা হয়।
শিপরার অঞ্জন রুদ্রর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন নাগরিক কমিটির সংগঠক আশালতা, এস কে সোহান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফায়াজ আহমেদ, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অরিদ্র লিখন তূর্য, নূর আমিন সোয়াদ, মীর মুরসালিন নিরব, আহমেদ জয় প্রমুখ।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা নানা স্লোগান দেন। যার মধ্যে ছিল, ‘একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর’, ‘তীতুমীরের বাংলায় ধর্ষকের ঠাঁই নাই’, ‘আমার বোন কবরে ধর্ষক কেন বাহিরে’।
এছাড়া, প্রেসক্লাবের সামনের রাস্তায় গায়েবি জানাযা পড়ান যশোর জেলার ইসলামী ছাত্র মজলিসের সাধারণ সম্পাদক আবু দারদা নাইম। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই ঘটনার ন্যায়বিচারের দাবি জানান।
তারা দাবি করেন, ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। এ ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে।