বাংলার ভোর প্রতিবেদক
যশোর সদর উপজেলার রায়মানিক দাইতলা গ্রামে নয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর। সোমবার শিশুটি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়।

রাত আটটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন .. .. 

যশোরে সড়কে প্রাণ গেল যুবকের

ভিকটিমের পরিবার জানায়, গত ৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে শিশুটি এলাকার মুদি দোকানদার সোহাগের দোকানে ‘সেন্টার ফ্রুট’ কিনতে যায়।

এই সময় সোহাগ কৌশলে শিশুটির মুখ চেপে ধরে দোকানের পাশে থাকা গোডাউনের মধ্যে নিয়ে যায় এবং মুখ গামছা দিয়ে বেঁধে ধর্ষণ করে।

সোমবার বিষয়টি জানাজানি হলে সোহাগ পালিয়ে যায়।

এ বিষয়ে কোতোয়ালি থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

পরে ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সাথে সোহাগকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।

Share.
Leave A Reply Cancel Reply
Exit mobile version