বাংলার ভোর প্রতিবেদক
জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ তুলে যশোরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী এক নারী। বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে সদর উপজেলার ডুমদিয়া গ্রামের সুলতান দফাদারের স্ত্রী মেহেলিকা খাতুন বলেন, তিনি দীর্ঘ ১০ বছর নির্যাতন নিপীড়িনের শিকার হচ্ছেন। নিরীহ মানুষ হয়েও ন্যায় বিচার থেকে বঞ্চিত। তার প্রতিপক্ষ মোহাম্মদ জামির হোসেন জাল দলিল করে ১০ বছর ধরে জমি দখলের চেষ্টা করছে। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে তাকে কয়েকবার খুন করার চেষ্টা করেছে। এখনো হত্যার চেষ্টা করে যাচ্ছে। জমিতে যেতে দিচ্ছে না। ঘরবাড়ি ভাঙার চেষ্টা করছে জামির হোসেন। চেয়ারম্যান মেম্বার কাউকে তোয়াক্কা করেনা। সবাইকে টাকা দিয়ে ও ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখে।
তিনি আরও বলেন, আগেও পত্রপত্রিকায় তার এই জমি জেবরদখলের বিষয়টা নিয়ে লেখালেখি হয়েছে। কিন্তু তাতেও কোন কাজ হয়নি। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠের সময় তার সাথে তার মেয়ে নাজনীন খাতুন উপস্থিত ছিলেন।