বাংলার ভোর প্রতিবেদক

যশোর সদরের ঝুমঝুমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সচেতন ওলামা সমাজের উদ্যেগে অর্ধদিবসব্যাপি ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা বিভিন্ন মাদ্রাসার এতিম ও অসচ্ছল ছাত্র ও সাধারণ রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন যশোর জিলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. আছাদুজ্জামান। তিনি তার বক্তব্যে ওলামা সমাজের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সমাজের বিত্তবানদেরকে এ জাতীয় কাজ এগিয়ে নেয়ার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

বিশেষ অতিথিকে ফুল দিয়ে স্বাগত জানান ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রধান উদ্যেক্তা সচেতন ওলামা সমাজের সদস্য সচিব হাফেজ মাওলানা কাজী জাকারিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রিন্সিপ্যাল মুফতি সাখাওয়াত হোসেন, বিএডিসির (অব.) ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী আব্দুল জব্বার , জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ডা. শহীদুল হক রাহাত, ডা. এস এম নাজমুল হক, হাজেফ মাওঃ আব্দুল্লাহ, মুফতি ওবায়দুল্লাহ, মুফতি আমীর হামজা, মুফতি কাজী আসজাদ হোসাইন, প্রভাষক মাওলানা আব্দুল কুদ্দুস, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ।

ওলামা সমাজের এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন মাদ্রাসার প্রায় তিন শতাধিক ছাত্রসহ ৭ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও আংশিক মেডিসিন সরবরাহ করা হয়।

এই মেডিকেল ক্যাম্প বাস্তবায়নে সার্বিক ও সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন এক দল তরুণ সমাজসেবক।

সর্বশেষ সদস্য সচিব হাফেজ মাওলানা কাজী জাকারিয়া বিশেজ্ঞ চিকিৎসকগণসহ সকলকে ধন্যবাদ জানিয়ে মেডিকেল ক্যাম্পের সমাপ্তি ঘোষণা করেন।

Share.
Leave A Reply Cancel Reply
Home
News
Notification
Search
Exit mobile version