বাংলার ভোর প্রতিবেদক
নিয়ন্ত্রণ হারানো মোটরসাইকেল একটি বাইসাইকেলে আঘাত করায় ঘটনাস্থলেই মারা গেছেন সনজিৎ বিশ্বাস (২২) নামে এক যুবক। তিনি মোটরসাইকেলের আরোহী ছিলেন। আহত হন তিনজন।
সোমবার রাতে মণিরামপুর -রাজগঞ্জ সড়কের বিজয়রামপুর মহিলা আলিম মাদ্রাসা মোড়ে এ ঘটনা ঘটে।
সনজিৎ মণিরামপুর উপজেলার তাহেরপুর গ্রামের উজ্জ্বল বিশ্বাসের ছেলে।
আরও পড়ুন .. .. দুর্নীতি প্রতিরোধ করতে আমাদের সকলকে সততা ও ইনসাফের মধ্যে দায়িত্ব পালন করতে হবে : ডিসি
আহতরা হলেন, নিহতের বন্ধু মোটরসাইকেল চালক মনা দাস, সাইকেলচালক বৈদ্যুতিক মিস্ত্রি আব্দুল মান্নান ও পথচারী আখতারুজ্জামান সুমন।
এদের মধ্যে মনা ও সুমনের বাড়ি তাহেরপুরে। আব্দুল মান্নানের বাড়ি কাশিপুর গ্রামে।
আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মণিরামপুর থানার এসআই ওবায়দুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
মণিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন বলেন, ‘সোমবার রাত ৯ টার দিকে ফোনে জানতে পারি-রাজগঞ্জ সড়কের আকরাম মোড়ের অদূরে মোটরসাইকেল ও সাইকেলের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
পরপরই ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিয়ে থানায় খবর দিই।’ এসআই ওবায়দুর রহমান বলেন, ‘রাত ৯টার দিকে তাহেরপুর এলাকার মনা মোটরসাইকেল চালিয়ে বন্ধু সনজিৎকে নিয়ে রাজগঞ্জের দিকে যাচ্ছিলেন।
বিজয়রামপুর মহিলা মাদ্রাসা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখি সাইকেলচালক আব্দুল মান্নান ও পথচারী সুমনকে ধাক্কা দেয়। তারা চারজন রাস্তায় ছিটকে পড়ে এবং মোটরসাইকেল আরোহী সনজিৎ ঘটনাস্থলে মারা যান।’
পরে লাশ স্বজনদের কাছে হস্তান্তর এবং আহত তিনজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসক।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত উপসহকারী কমিউনিটি চিকিৎসক মেহেদী হাসান বলেন, ‘হাসপাতালে আনার পর আমরা সনজিৎ নামে একজনকে মৃত অবস্থায় পাই।
আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।’

